Breaking News:
লোড হচ্ছে...

গাড়ি পার্কিং নিয়ে বিবাদ, ঘিওরে এএসআইয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন বিএনপি নেতারা


নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে বিএনপির নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানা চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারী মীর কাউসার (ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) ও মো. সেলিম মিয়া (ঢাকার তেজগাঁও থানা কৃষকদলের আহ্বায়ক)সহ ২০–৩০ জন নেতাকর্মী বিজয়া দশমীর অনুষ্ঠানে অংশ নিতে একটি মন্দিরে যাচ্ছিলেন। ভিড়ের কারণে গাড়ি পার্কিংয়ে সমস্যা হলে থানার পাশে গাড়ি রাখার চেষ্টা করেন তারা।

খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “ভিড়ের কারণে থানার ভেতরে গাড়ি রাখার কথা এসআই মাসুদ রানা বলেছিলেন। কিন্তু এসময় এএসআই রফিকুল ইসলাম হঠাৎ বাধা দেন এবং উত্তেজিত হয়ে আমাদের কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। আসলে একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদের জনপ্রিয়তা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।”

মীর কাউসারও একই অভিযোগ তুলে বলেন, “এসআই মাসুদ রানা অনুমতি দেওয়ার পর গাড়ি থানার ভেতরে ঢোকাতে গেলে এএসআই রফিকুল ইসলাম গেট বন্ধ করে দেন এবং আমাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে ওসিকে জানাতে গেলেও তিনি ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। আগামীকাল আবারও বিষয়টি জানাবো।”

এএসআই রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর ইসলাম এ বিষয়ে বলেন, “আমি পূজা ও মণ্ডপের দায়িত্বে বাইরে আছি। পরে বিস্তারিত জানাবো।”

No comments