“সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করুন” — নাগরপুরে মানববন্ধনে আক্তারুজ্জামান বকুল
সোলায়মানঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে নাগরপুর উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া ও তোফাজ্জল হোসেন তুহিন। এসময় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তা দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, সারাদেশে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা বৃদ্ধি পাচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
No comments