Breaking News:
লোড হচ্ছে...

আশুরিয়ার কাঠের সেতু ও অবকাঠামো সংস্কারের দাবি, পুনরায় কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা


নিজস্ব প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরিয়ার বিল এলাকায় কয়েক বছর আগে নির্মিত কাঠের সেতুটি জুলাই-আগস্ট মাসের ছাত্র বিপ্লবের পর কে বা কারা ভেঙে ফেলেছে।

আশুরিয়ার বিলের পার দিয়ে সেতু পর্যন্ত যাওয়ার জন্য একটি রাস্তা নির্মিত হয়েছিল, যা ইট দিয়ে হেয়ারিং করা ছিল। বর্তমানে ওই রাস্তার ইটগুলো কে বা কারা খুলে নিয়ে যাচ্ছে।

সেতুর পাশের বসার বেঞ্চ, বিশ্রামাগার এবং একটি পুলিশ বক্সের ঘর নির্মাণ করা হয়েছিল, যদিও পুলিশ বক্স চালু হয়নি। বর্তমানে এসব স্থাপনা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে।

সেতুর দুই পাশে বিশাল ঘন শালবনের এক বিশাল এলাকা এখনও অবিকৃত অবস্থায় আছে, যা স্থানীয়রা “উত্তরবঙ্গের আমাজন” নামে পরিচিত। এই শালবন পরিবেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং এটি অঞ্চলটিকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হিসেবে গড়ে তুলেছে।

পর্যটন কেন্দ্রটি এর আগে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষদের জন্য একটি প্রিয় পিকনিক ও দর্শনীয় স্থান ছিল। সেতু ও বিল এলাকার অবকাঠামো ভালো থাকায়, প্রকৃতির মাঝে ঘুরে ফিরে এসে মানুষ মানসিক শান্তি ও আনন্দ খুঁজে পেতো।

এলাকাবাসী জানিয়েছেন, ঐ সময় আশুরিয়ার বিল এলাকায় শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। তারা আশা করছেন সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো পুনরায় সংস্কার করা হলে পুনরায় কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকায় পর্যটন ফিরিয়ে আনা সম্ভব হবে।

বর্তমানে সেতু ভেঙে যাওয়ায় ও রাস্তার ইটগুলো চুরি হওয়ায় এই প্রাণবন্ততা কমে গেছে। তবে শালবন এখনও অবিকৃত ও সবুজাভ থাকার কারণে ভবিষ্যতে পুনরুদ্ধারের মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের সম্ভাবনা রয়ে গেছে।

এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন, যেন আশুরিয়ার বিল ও শালবন প্রকৃতির সৌন্দর্য নিয়ে আবার প্রাণ ফিরে পায় এবং মানুষের আগমন বৃদ্ধি পায়।


No comments